কলকাতা,২২ মে (হি. স.): এসএসসি দুর্নীতি নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়েছে। এমনকি সিবিআই তাকে জেরা পর্যন্ত করে। এই ঘটনায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগিয়ে রবিবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে,”পার্থবাবুর উচিত পদত্যাগ করা” কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের ।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন,”নৈতিকতার আঁধারে পার্থবাবুর উচিত পদত্যাগ করে নেওয়া । একজন মন্ত্রী হয়ে তিনি দৌড়ে বেড়াচ্ছেন বাঁচার জন্য । তাই ওনার পদত্যাগ করে বাকি কাজ করা উচিত । যদিও তৃণমূল কংগ্রেস সরকার নীতি–নৈতিকতার ধার–ধারে না । এখন মন্ত্রী–নেতাদের বাঁচাতে সাধারণ মানুষের টাকা খরচ করা হচ্ছে । পার্থবাবুর দৌড় বলছে তিনি অপরাধের সঙ্গে যুক্ত । সমস্ত চাকরির পরীক্ষাতেই কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে । তাই উপায় না দেখে চাকরি–প্রার্থীরা আদালতে যাচ্ছেন । আমরা আশা করব সকলে ন্যায়বিচার পাবেন। আর দোষীরা শাস্তি পাবেন ”।