লস এঞ্জেলেস, ২২ মে (হি.স.) : দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি হুক্কা লাউঞ্জে পার্টি চলাকালীন বন্দুকবাজের গুলিতে একজন নিহত এবং আটজন আহত হয়েছে। পার্টিতে প্রায় একশো জন উপস্থিত ছিলেন।
সান বার্নার্ডিনো পুলিশের মতে, ঘটনাটি ঘটেছে একটি স্ট্রিপ মল লাউঞ্জে। এখানে পার্কিং লটে এক ব্যক্তি গুলি চালায়। বন্দুকবাজ ঘটনাস্থলেই অ্যালান গ্রেসাম (২০) মারা যায়। আহত আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ঘটনাস্থল থেকে চুরি যাওয়া বন্দুক থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। উল্লেখ্য, আমেরিকায় প্রতিদিনই ঘটছে গোলাগুলির ঘটনা। দুই দিন আগে শিকাগোতে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়।