কলকাতা, ২২ মে (হি. স.): ভবানীপুর এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তির মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের। রবিবার সকালে এলাকায় মৃতদেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের।
মৃতের পরিবারের অভিযোগ, ভবানীপুরের বাসিন্দা মিলন দাস গতকাল রাতে তার কয়েকজন সঙ্গীর সঙ্গে বসে মদ্যপান করছিলেন। কিন্তু সেইসময় পুলিশ এসে সকলকে ধরে নিয়ে যায়। তবে, মিলনকে ফেলে রেখে চলে যায়। এরপর রবিবার তার স্ত্রী রাস্তায় বেরোলে রাস্তার ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় ওই ব্যক্তিকে। কীভাবে মৃত্যু হল ওই ব্যক্তির তা জানতে দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। কিন্তু তার আগেই উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুর। পুলিশ মৃতদেহ নিতে আসলে মৃতদেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। পুলিশকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ করলেও এই ঘটনায় মুখ খুলতে নারাজ পুলিশ । স্থানীয়দের বিক্ষোভ সরিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে।