Arrested : বটদ্ৰবা থানায় অগ্নিসংযোগকারিণী সহ গ্রেফতার সাত, আটক মহিলা সহ আরও ১৪ সমেত মোট ২১

নগাঁও (অসম), ২২ মে (হি.স.) : বটদ্ৰবা থানায় অগ্নিসংযোগকারিণী যুবতী সহ গ্রেফতার করা হয়েছে সাত জনকে। এছাড়া পুলিশের অভিযানে আটক হয়েছেন মহিলা সহ আরও ১৪ জন। গ্রেফতার ও আটক সহ এ পর্যন্ত মোট সংখ্যা ২১-এ দাঁড়িয়েছে। ধৃতদের মধ্যে ১৪ জন মহিলা এবং বাকি সব পুরুষ।

গতকাল শনিবার স্থানীয় শালনাবড়ির বাসিন্দা জনৈক সফিকুল ইসলামের মৃত্যুকে কেন্দ্র করে নগাঁও জেলার অন্তর্গত বটদ্রবার পুরনো থানায় অগ্নিসংযোগ করেছিলেন উন্মত্ত জনতা। অগ্নিসংযোগ করেই ক্ষান্ত হননি তাঁরা, উন্মত্ত জনতা থানার নতুন ভবনে ব্যাপক ভাঙচুরও চালিয়েছেন। আগুনে থানায় মজুত বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র, মোটর সাইকেল, সরকারি নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। জনতার মারে কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

থানায় আক্রমণের গোটা দৃশ্য সিসিটিভির ক্যামেরায় বন্দি হয়েছিল। ভিডিও ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করে ধরপাকড় শুরু হয়েছে। অনুরূপভাবে হলুদ রঙের চুড়িদার পরিহিত জনৈক যুবতী মোটর সাইকেলে পেট্ৰোল ঢালা এবং আরেক জন নাইটি পরিহিত দিয়াশলাই কাঠি ঠুকে তাকে অগ্নিসংযোগের দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অগ্নিসংযোগকারিণী যুবতীকে গতকাল রাতে গ্রেফতার করেছে পুলিশ। তবে অগ্নিসংযোগকারিণী মূল অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ, তিনি ফেরার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *