ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মে।। সেরা হলেন নবগ্রাম কোচিং সেন্টারের আকাশ বর্মন এবং কলেজ প্লে সেন্টারের স্নিগ্ধা চৌধুরি। ঐতিহ্যবাহী ব্লাডমাউথ ক্লাবের অফিসবাড়ির উদ্বোধন উপলক্ষ্যে ক্রশকান্ট্রি দৌড় প্রতিযোগিতায়। শনিবার ভোরে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হয় ওই দৌড়। ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে। পুরুষদের ৫ কিমি এবং মহিলাদের ৩ কিমি দৌড় হয়। পুরুষ বিভাগে প্রথম ১০ টি স্থান দখল করেছেন যথাক্রমে নবগ্রাম কোচিং সেন্টারের আকাশ বর্মন, রাণীরবাজার প্লে সেন্টারের মোবারক হুসেন,ড: বি আর আম্বেদকর কোচিং সেন্টারের অনিমেষ দে, রাণীরবাজার প্লে সেন্টারের শায়ন সাহা,ত্রিপুরা স্পোর্টস স্কুলের কিষান দেববর্মা,পশ্চিম নোয়াবাদি কোচিং সেন্টারের কিরণ মিঁয়া, ত্রিপুরা স্পোর্টস স্কুলের আকাশ নাথ, রাণীরবাজার প্লে সেন্টারের সৈকত শীল,ওল্ড আগরতলা কোচিং সেন্টারের সৌরভ দাস এবং নবগ্রাম কোচিং সেন্টারের সাগর দেব। বালিকাদের ৩ কিমি দৌড়ে প্রথম ১০ টি স্থান দখল করে যথাক্রমে কলেজ প্লে সেন্টারের স্নিগ্ধা চৌধুরি,ফটিকরায় প্লে সেন্টারের অনুশ্রী মালাকার, ত্রিপুরা স্পোর্টস স্কুলের পিয়ালী মজুমদার, রাণীরবাজার প্লে সেন্টারের রাধা দেবনাথ, ফটিকরায় প্লে সেন্টারের অর্পিতা সরকার, আই টি আই প্লে সেন্টারের অর্পিতা দাস, গোমতি প্লে সেন্টারের অঙ্কিতা দেবনাথ,ত্রিপুরা স্পোর্টস স্কুলের শ্রীজিতা দাস, ফটিকরায় প্লে সেন্টারের মাম্পি দে এবং নবগ্রাম কোচিং সেন্টারের অষ্টমি কাপালি।
2022-05-21