নয়াদিল্লি, ২১ মে (হি. স.): তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরের সঙ্গে সাক্ষাৎ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শনিবার দুপুরে দিল্লিতে কে চন্দ্রশেখরের বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন অখিলেশ যাদব। উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। এই সাক্ষাৎকার সম্পর্কে উভয় নেতা কিছু না বললেও, সৌজন্য বিনিময় হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর। অখিলেশ যাদব পৌঁছে যান তাঁর বাসভবনে, উভয়ের মধ্যে বৈঠকের বেশ কয়েকটি ছবি টুইটারে আপলোড করেছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী দফতর। টুইটে জানানো হয়, বর্তমান জাতীয় ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে।