BRAKING NEWS

তেলিয়ামুড়ার কৃষ্ণপুরে বন্য হাতির তান্ডব, বাড়ি ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ বন্যহাতির তাণ্ডবে তেলিয়ামুড়ার কৃষ্ণপুর গ্রামে পাঁচটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় গতকাল গভীর রাতে বন্য হাতির দল তেলিয়ামুড়া কৃষ্ণপুর গ্রামে হানা দেয়৷ পরপর পাঁচটি বাড়িতে হানা দিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে বন্য হাতির দল৷ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে কৃষ্ণপুর গ্রাম সহ পার্শবর্তী এলাকা গুলোতে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ বন্য হাতির দল বাড়ি ঘরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভেঙ্গে চুরমার করে দিয়েছে৷ প্রচুর ফসল নষ্ট করেছে বলে জানা গেছে৷ স্থানীয় মানুষজন বন্যহাতির দলকে তাড়ানোর জন্য সঙ্ঘবদ্ধ নেন৷ বাজি ফাটিয়ে আগুনের লোক্কা জ্বালিয়ে বন্যহাতির দলকে তাড়ানোর চেষ্টা করা হয়৷ বন্যহাতির তাণ্ডব এর খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা সেখানে ছুটে যান৷ শেষ পর্যন্ত বন্য হাতির দল ওই এলাকা থেকে পালায়৷ বন্যহাতির তাণ্ডব এর খবর পেয়ে শুক্রবার প্রশাসনের কর্মকর্তারা মধ্য কৃষ্ণপুর এলাকায় ছুটে যান৷ প্রশাসনের তরফ থেকে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি তরফে আপৎকালীন আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ উল্লেখ্য আঠারোমুড়া পাহাড় থেকে প্রতিনিয়ত বন্য হাতির দল সমতল এলাকায় নেমে এসে মানুষের বাড়িঘরে ভাঙচুর চালাচ্ছে এবং ফসল নষ্ট করে দিচ্ছে৷ শুধু তাই নয় কৃষকদের গোলার ধান পর্যন্ত খেয়ে নষ্ট করে দিচ্ছে বন্য হাতির দল৷ বন্যহাতির তাণ্ডবে গত কয়েক বছরে বেশ কয়েক জনের প্রাণহানির ঘটনা ঘটেছে৷ বহু মানুষ বন্য হাতির তাণ্ডবে আহত হয়েছেন৷ ফসলহানির ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ বন্যহাতির দলকে তাড়ানোর বিষয়টি রাজ্য বিধানসভা অধিবেশন এ পর্যন্ত উত্থাপিত হয়েছে৷ কিন্তু বন্যহাতির দলকে তাড়নো রীতিমতো কষ্টসাধ্য হয়ে উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *