ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।। সদর ফাইনালে। বৃষ্টি এবং মাঠে জল জমে থাকার সমস্যা কাটিয়ে শেষ পর্যন্ত বৈকালিক টেন-টেন ম্যাচে সদর রোমাঞ্চকর ভাবে ১৩ রানের ব্যবধানে জয় পেয়েছে। হারিয়েছে উদয়পুরকে। লো স্কোরিং ম্যাচ হলেও সেই চিরঞ্জিতের ভেলকিতেই উদয়পুর আজ, শুক্রবার কুপোকাৎ হয়েছে। তীরে এসে তরী ডুবিয়ে বিদায় উদয়পুরের। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে সকাল ন’টায় তেমন বৃষ্টি ছিল না। কিন্তু গত বিকেল এবং রাতের প্রচন্ড বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। অবশেষে ৩টা ১১ নাগাদ ম্যাচ রেফারির সিদ্ধান্ত এবং টিসিএ-র রুলস অনুযায়ী ৫০ ওভারের ম্যাচ কমিয়ে ১০ ওভারে আনা হয়। টি-টেন ম্যাচ। টস জিতে উদয়পুর প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সদরকে আমন্ত্রণ জানায় ব্যাট করার জন্য। সীমিত ১০ ওভারে সদর সাত উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে। প্রারম্ভিক ব্যাটার্স-রা যখন একে একে প্যাভিলিয়নমুখী হতে থাকে, তখন অধিনায়ক রজতের ১২ বলে ১৭ রান এবং নিরুপম সেন-এর ১৩ বলে ১৪ রান দলের স্কোর কিছুটা ভদ্রস্থ করেছে। উদয়পুরের বোলার শারুখ হোসেন ৯ রানে এবং রিতায়ন দে ১২ রানে দুটি করে উইকেট পেয়েছে। এছাড়া রানা দত্ত ও সঞ্জয় মজুমদার পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে উদয়পুর ৮ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করতেই সীমিত ১০ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে কেউ দুই অংকে পৌঁছাতে পারেনি। তবে সদরের চিরঞ্জিত পালের ৯ রানে ৩ উইকেট দখল যথেষ্ট উল্লেখযোগ্য এবং কার্যকরী। এছাড়া, বিক্রম দেবনাথ, রজত দে ও ভিকি সাহা প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। ১৩ রানে জয়ী হয়ে সদর ফাইনালের ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। দুর্দান্ত বোলিং-এর স্বীকৃতি হিসেবে চিরঞ্জিত পাল পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের খেতাব।
2022-05-20