ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।। উমাকান্ত ময়দানে খুব দ্রুতই কাজ শুরু হয়ে যাবে অ্যাস্ট্রো টার্ফের কাজ। এর শিল্যান্যাস হয়ে গেছে বহু আগেই। মে মাসে মণিপুরের কোম্পানিটি কাজ শুরু করার কথা থাকলে ও কিছু ত্রুটি থাকার ফলে কাজ শুরু হয়নি নির্দিষ্ট সময়ে। তবে এখন মাঠের কাজ খুবই দ্রুত শুরু হবে বলে টি এফ এ সূত্রের খবর। মাঠ তৈরির লোকেরা বেশ কয়েকজন এসে গেছেন। যন্ত্রপাতি ও বেশ কিছু এসে গেছে রাজ্যে। অ্যাস্ট্রো টার্ফের বিষয়ে বৃহস্পতিবার মহাকরণে ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করলেন টি এফ এর সচিব,সভাপতি ও যুগ্ম সচিব। ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ হয় এই মাঠের বিষয় নিয়ে। কেন না শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে দল বদল পর্ব। আগস্ট মাসেই টি এফ এর ফুটবল মরশুম শুরু হয়ে যাবে। এই অবস্থায় উমাকান্ত মাঠ যদি তৈরি না হয়, তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই সংক্রান্ত বিষয়ে আলোচনার পর ক্রীড়ামন্ত্রী আশ্বস্ত করলেন যে, জুলাই মাসের মধ্যেই মণিপুরের কোম্পানিটি উমাকান্ত ময়দানকে অ্যাস্ট্রো টার্ফে পরিণত করে ফেলবে। তবে টি এফ এ সূত্রের খবর, জুলাই না হলে ও আগস্ট মাসে শেষ হয়ে যাবে এই মাঠের কাজ। খেলাধুলার উন্নয়নে বধ্য পরিকর রাজ্য সরকার। এর অন্যতম একটি উদাহরণ হলো এই মাঠের আধুনিকিকরন।
2022-05-20