BRAKING NEWS

সংগঠনকে চাঙ্গা করতে ময়দানে সাংসদ রেবতী ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিজেপি দল তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ বিভিন্ন এলাকায় সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব খোল নলচে পাল্টে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে৷ গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে আনা হয়েছে৷ বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে আসীন করা হয়েছে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে রাজ্যের সাংগঠনিক শক্তি মজবুত করার জন্য সাংগঠনিক দায়িত্ব অর্পণ করা হয়েছে৷ পাশাপাশি এলাকায় বিভিন্ন জেলার মহকুমা সর্বত্র নেতৃত্ব চিন্তাধারা শুরু করেছে কেন্দ্রীয় নেতৃত্ব৷ ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি যাতে পুনরায় ক্ষমতায় আসতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷ ধলাই জেলার প্রভারী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে সাংসদ রেবতী ত্রিপুরাকে৷ সাংসদ রেবতী ত্রিপুরা ইতিমধ্যেই সাংগঠনিক কাজকর্ম শুরু করে দিয়েছেন৷ শুক্রবার তিনি ধলাই জেলার বিভিন্ন এলাকা সফর করে সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন৷ স্থানীয় শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে বিভিন্ন এলাকা সফর করেছেন৷ সফরকালে সংসদ তথা ধলাই জেলা প্রভারি ত্রিপুরা রাজ্যের সবচেয়ে পিছিয়ে পড়া জেলা৷ এই জেলার উন্নয়নে কাজ করতে চায় বিজেপি৷ এই লক্ষ্যকে সামনে রেখেই ব্যাপক কর্মোদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এসব কর্মোদ্যোগ কে সফল করার জন্য এলাকার সর্বস্তরের নেতাকর্মী সমর্থক সহ সকল অংশের মানুষজনের সার্বিক সহযোগিতা আহ্বান করেছেন তিনি৷আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে সংগঠনকে আরো চাঙ্গা করার ওপর গুরুত্ব আরোপ করেছেন সাংসদ রেবতী ত্রিপুরা৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বদল প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন এটি দলের সিদ্ধান্ত৷ সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷ কেন্দ্রীয় নেতৃত্তের এই সিদ্ধান্তের ফলে সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি পাবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *