BRAKING NEWS

প্রাক-বর্ষায় ভারী বর্ষণে ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ক্ষতিগ্রস্ত ৪২টি বাড়ি

আগরতলা, ২০ মে (হি. স.) : প্রাক-বর্ষা ভারী বর্ষণে ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ৪২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর মহকুমায়। ত্রিপুরা দুর্যোগ মোকাবিলা দফতরের রিপোর্ট অনুযায়ী চলতি মাসে এখন পর্যন্ত ভারী বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় এবং ভূমিধ্বসে ২৭৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।ত্রিপুরা দুর্যোগ মোকাবিলা দফতরের রিপোর্টে জানা গেছে, বৃহস্পতিবার ভারী বর্ষণে ধলাই জেলায় কমলপুর মহকুমায় ১টি বাড়ি, গণ্ডাছড়ায় ১৩টি বাড়ি, উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগরে ২টি বাড়ি, গোমতী জেলায় করবুকে ১টি বাড়ি, অমরপুরে ২টি বাড়ি, সিপাহিজলা জেলায় সোনামুড়ায় ১টি বাড়ি, পশ্চিম ত্রিপুরা জেলায় সদর মহকুমায় ১৪টি বাড়ি এবং খোয়াই জেলায় তেলিয়ামুড়ায় ৪টি বাড়ি ও খোয়াই মহকুমায় ৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতি নিরূপনের প্রক্রিয়া চলছে। কয়েকটি পরিবারকে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *