Azam Khan : সীতাপুর জেল থেকে বেরোলেন আজম খান, দীর্ঘ ২৭ মাস পর স্বস্তি পেলেন সপা নেতা

সীতাপুর, ২০ মে (হি.স.): দীর্ঘ ২৭ মাস পর স্বস্তির নিঃশ্বাস ফেললেন সমাজবাদী পার্টি (সপা)-র নেতা আজম খান। শুক্রবার সকালে সীতাপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন আজম খান। রামপুরের কোতোয়ালি থানার একটি প্রতারণা মামলায় বৃহস্পতিবারই আজম খানকে জামিন প্রদান করেছিল সুপ্রিম কোর্ট। এরপর রামপুর আদালত আজম খানের মুক্তির আদেশ জারি করে। বৃহস্পতিবার রাতে মুক্তির আদেশ সীতাপুর কারাগারে পাঠানো হয়। এরপর শুক্রবার সকালে তিনি সীতাপুর জেলা জেল থেকে বেরিয়ে আসেন। আজম খানকে নিতে যান তাঁর দুই ছেলে আবদুল্লা ও আদিব। এছাড়াও তাঁর বহু সমর্থক জেলের বাইরে উপস্থিত ছিলেন। কারাগার থেকে বেরিয়ে সমর্থকদের সঙ্গে দেখা করেন আজম খান।

দীর্ঘ ২৭ মাস উত্তর প্রদেশের সীতাপুর জেলা কারাগারে ছিলেন আজম খান৷ তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। অধিকাংশই জমি অধিগ্রহণ সংক্রান্ত৷ সমাজবাদী পার্টির নেতার বিরুদ্ধে মোট ৮৮টি মামলা রয়েছে৷ কিন্তু কিছুদিন আগে তাঁর জামিনের আবেদনের বিলম্ব শুনানি নিয়ে উষ্মা প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট৷ জানিয়েছিল, এটা বিচারব্যবস্থার সঙ্গে প্রতারণা৷ বৃহস্পতিবারই আজম খানকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সংশ্লিষ্ট আদালতে নিয়মিত জামিনের জন্য আবেদন করার স্বাধীনতাও দেওয়া হয় আজম খানকে, রামপুর আদালত আজম খানের মুক্তির আদেশ জারি করে। এরপর শুক্রবার সকালে জেল থেকে বেরোলেন আজম খান।