কৈলাসহর-২৯৩/৯
আমবাসা-১২১
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মে।। শেষ দল হিসাবে সেমিফাইনালে উঠলো কৈলাসহর মহকুমা। অনেকটা সহজেই পরাজিত করলো আমবাসা মহকুমাকে। রাজ্য সিনিয়র ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে কৈলাসহর মহকুমা ১৭২ রানের বড় ব্যবধানে পরাজিত করে আমবাসা মহকুমাকে। ত্রিপুরা দলের প্রাক্তন ক্রিকেটার দেবপ্রসাদ সিনহার অলরাউন্ড পারফরম্যান্স কৈলাসহরকে সেমিফাইনালে তুলতে মূখ্য ভূমিকা নেয়। কৈলাসহরের গড়া ২৯৩ রানের জবাবে আমবাসা ১২১ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের দেবপ্রসাদ প্রথমে ব্যাট হাতে ৭১ রান করার পর বল হাতে ৪ উইকেট নিয়েছেন।
এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে কৈলাসহর মহকুমা ২৯২ রান করে। প্রাথমিক বিপর্যয়ের পর এদিন ২২ গজে দলকে টেনে তুলতে মূখ্য ভূমিকা নেন মহম্মদ ইস্তেহার এবং দেবপ্রসাদ সিনহা। ওই জুটি ঠান্ডা মাথায় বিপক্ষের যাবতীয় আক্রমণের মোকাবেলা করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকে। দেবপ্রসাদ ৫৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭১, মহম্মদ ইস্তেহার ১০১ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৬০,মহম্মদ আলবাহার ১৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩,অর্কপ্রভ সিনহা ৩৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, সৈকত দাশগুপ্ত ২৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, স্বরুপ পাল ১১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং সেন্টু সরকার ২০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান।আমবাসার পক্ষে উত্তম কলই (৩/৪২) এবং মনিষ রুদ্র পাল (২/৫১) সফল বোলার।
জবাবে খেলতে নেমে দেবপ্রসাদ সিনহার (৪/৩৪) ভেলকিতে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় আমবাসা মহকুমা। ২২ গজে কৈলাসহরের বোলারদের সাড়াশি আক্রমণের মুখে আমবাসার কোনও ব্যাটসম্যানই তেমন প্রতিরোধ গনে তুলতে পারেননি। দলের পক্ষে বিশ্বজিৎ চক্রবর্তী ৪৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬, সাগর দেব ৫২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩,মনিষ রুদ্র পাল ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং রাহুল পাল২২ ৫৯ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। কৈলাসহরের পক্ষে দেবপ্রসাদ ছাড়া বিপ্রজিৎ দেবকানঙ্গ (২/১৬) এবং সৈকত দাশগুপ্ত (২/২৪) সফল বোলার।