Handball : রাজ্য হ্যান্ডবল শুরু ১০ জুন আবাসিক শিবিরের উদ্বোধন আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মে।। তিনদিনব্যাপী রাজ্য হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু ১০ জুন। খেলা হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামের হ্যান্ডবল কোটে। সিনিয়র আসরের পাশাপাশি জুনিয়র আসও একসঙ্গে করার পরিকল্পনা রয়েছে রাজ্য হ্যান্ডবল সংস্থার। ওই পরিকল্পনাকে মাথায় রেখেই যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা ছিলো আবাসিক প্রশিক্ষণ শিবির রাজ্য সংস্থার পক্ষ থেকে। শিবিরের জন্য উত্তর জেলা, ধলাই জেলা, গোমতি জেলা, দক্ষিণ জেলা, সিপাহীজলা থেকে বাছাই করা খেলোয়াড়রা শিবিরে যোগ দিয়েছে। সঙ্গে রয়েছে পশ্চিম জেলার খেলেয়াড়রা। সাব জুনিয়র এবং জুনিয়র বালিকাদের নিয়ে হবে শিবির দশদিনের।

এদিন বিকেলে উমাকান্ত মিনি স্টেডিয়ামের হ্যান্ডবল কোটে শিবিরের উদ্বোধন হওয়ার কথা ছিলো। কিন্তু এদিন বিকেলে মুষলধারে বৃষ্টি হওয়ায় বাধ্য হয়েই রাজ্য সংস্থার কর্তারা উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত রাখেন। সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিকেলে হবে আবাসিক শিবিরের উদ্বোধন। এই আবাসিক কোচিং ক্যাম্প উদ্বোধন করবেন বিশিষ্ট ব্যক্তিগণ এবং ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সদস্যবর্গ। শিবির চলবে ২৯ মে পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *