Navjot Singh Sidhu : এক বছরের জেলযাত্রার সাজা পাওয়ার পর কোনও মন্তব্য করলেন না সিধু

চণ্ডীগড়, ১৯ মে (হি.স.) : তিন দশকের পুরনো একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু মন্তব্য করতে রাজি হননি। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সিধুর বিরুদ্ধে সাজা ইস্যুতে পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে বলেছে, “আমরা সাজা ইস্যুতে পুনর্বিবেচনার আবেদনের অনুমতি দিয়েছি। জরিমানা আরোপ করা ছাড়াও আমরা এক বছরের কারাদণ্ডের সাজা দিয়েছি।” বিচারপতি এ এম খানউইলকর এবং সঞ্জয় কিষাণ কাউলের বেঞ্চ এই আদেশ দেন।

প্রসঙ্গত, ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পাতিয়ালার রাস্তায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে গুরনাম সিং নামে এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন সিধু ও তাঁর বন্ধু রুপিন্দ্র সিং সান্ধু। অভিযোগ, গুরনামকে গাড়ি থেকে জোর করে টেনে বার করে মারধর করেন তাঁরা। ওই ঘটনার কয়েক দিন পরে মারা যান গুরনাম।
কিন্তু ১৯৯৯ সালে উপযুক্ত সাক্ষী-প্রমাণের অভাবে সিধুকে বেকসুর খালাস দেয় পাতিয়ালা দায়েরা আদালত। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হরিয়ানা আদালতে মামলা হয়। হরিয়ানা আদালত সিধুকে ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সেই মামলায়।

পঞ্জাব সরকার এবং মৃতের পরিবার একসঙ্গে সুপ্রিম কোর্টে আপিল করেন। ২০১৮ সালে সিধুকে দোষী সাব্যস্ত করে অনিচ্ছাকৃত খুনের জন্য কারাদণ্ড মুকুব করে দেয় আদালত। হাজার টাকা জরিমান দিয়েই সে যাত্রায় রেহাই পেয়েছিলেন সিধু। ফের সুপ্রিম কোর্টে আপিল করে মৃতের পরিবার। বৃহস্পতিবার তাতেই আদালত সিধুকে ১ বছরের জন্য জেল হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *