Celebrate : ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ৪৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ৪৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় বৃহস্পতিবার৷ এদিন দলীয় কার্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়৷ সংগঠনের কার্যকর্তারা জানান,  ১৯৮০ সালে ১৯ ও ২০ মে উদয়পুরে প্রথম রাজ্য সম্মেলনের মাধ্যমে খেতমজুর ইউনিয়নের আত্মপ্রকাশ ঘটে৷ মূলত গ্রামীণ ক্ষেত মজুর অংশের জনগণকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সঙ্গবদ্ধ করার জন্যই এই সংগঠন৷

এদিন কার্যকর্তারা বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে৷ সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ৷ ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন প্রতিনিয়ত মজদুর অংশের জনগণের জন্য কাজ করে আসছে৷ এদিনের এই প্রতিষ্ঠা দিবস থেকে রেগাতে দুশ দিনের কাজ এবং দৈনিক ৬০০ টাকা করে মজুরি প্রদানের দাবি জানানো হয়৷