করিমগঞ্জে মজুত পর্যাপ্ত খাদ্য সামগ্রী, গুজবে কান না দেওয়ার আহ্বান, দ্রব্যমূল্য বৃদ্ধি করলে ব্যবস্থা, সতর্কবার্তা প্রশাসনের

করিমগঞ্জ (অসম), ১৯ মে (হি.স.) : চলতি বন্যা পরিস্থিতিতে করিমগঞ্জ জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী মজুত রয়েছে। তাই কোনও ধরনের গুজবে কান না দিতে এবং গুজব না ছড়াতে জেলা প্রশাসন সংশ্লিষ্ট চক্ৰকে সতর্ক করে দিয়েছে।

আজ বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা প্রশাসনের খাদ্য ও অসামরিক সরবরাহ এবং উপভোক্তা বিষয়ক শাখা থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মজুত ভাণ্ডার সহ খুচরো মূল্য জানিয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে চালের (ফাইন ও কমন) ভাণ্ডার মজুত রয়েছে ৬,১৩৬ কুইন্টাল, খুচরা মূল্য কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা। মসুর ডাল মজুত রয়েছে ৩,২০৩ কুইন্টাল, কেজিপ্রতি ৮৮ থেকে ১০৫ টাকা। মুগ ডাল মজুত ভাণ্ডার ৩০১ কুইন্টাল, কেজিপ্রতি ৯৪ থেকে ৯৮ টাকা। অড়হড় ডাল মজুত রয়েছে ৬৫ কুইন্টাল, কেজিপ্রতি ৭৮ থেকে ৯৫ টাকা। ছোলার (চানা) ডাল মজুত ভাণ্ডার ৩৫৯ কুইন্টাল, কেজিপ্রতি ৬৮ থেকে ৭০ টাকা। চিনি মজুত রয়েছে ১,৬৩৮ কুইন্টাল, কেজিপ্রতি ৪৪ থেকে ৪৫ টাকা। আটা মজুত রয়েছে ২০৮ কুইন্টাল, কেজিপ্রতি ৩২ থেকে ৩৩ টাকা। ময়দা মজুত রয়েছে ৬৭৯ কুইন্টাল, কেজিপ্রতি ৩৪ থেকে ৩৫ টাকা।

এভাবে সুজি ৪১ কুইন্টাল, কেজিপ্রতি ৩৪ থেকে ৩৫ টাকা। লবণ ২,৪৬২ কুইন্টাল, কেজি প্রতি ৮ থেকে ১২ টাকা। সর্ষের তেল ৪,৪৫১ টিন, লিটার প্রতি ১৯০ থেকে ২০৭ টাকা। রিফাইন তেল ৪,৭০৬ টিন, লিটার প্রতি ১৭৫ থেকে ১৮০ টাকা। আলু ৩,০০৪ কুইন্টাল, কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকা। পেঁয়াজ ১১৪৪ কুইন্টাল, কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা।

জেলা প্রশাসন থেকে উপভোক্তাদের জন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বর ১৮০০৩৪৫৩৫৮৮ জানিয়ে দেওয়া হয়েছে। এই নম্বর জাতীয় ছুটির দিন ছাড়া সব কর্মদিবসের সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কার্যকর থাকবে। এই ফোন নম্বরে জনসাধারণ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সম্পর্কে তথ্য জানতে ও অভিযোগ ইত্যাদি জানাতে পারবেন।

এদিকে বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে জারিকৃত বিবৃতিতে নির্ধারিত মূল্য থেকে অধিক মূল্য না নিতে সতর্ক করে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। অন্যথায় দুর্যোগ ব্যবস্থাপনা আইন অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দিয়েছে প্রশাসন।