Meeting : পানিসাগরে ক্ষেত মজুর ইউনিয়নের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ বৃহস্পতিবার পানিসাগর  সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে ত্রিপুরা  ক্ষেতমজুর ইউনিয়নের ৪৩ তম প্রতিষ্ঠা দিবস  পানিসাগর মহকুমা কমিটির অফিসে পালন করা হয়৷  পতাকা  উত্তোলন করেন    সংগঠনের  কেন্দ্রীয় কমিটির সদস্য    সুকেশ নাথ৷ উপস্থিত ছিলেন   সংগঠনের বিভাগীয়  সভাপতি   ভূবনেশ্বর সিনহা৷

এছাড়া  উপস্থিত ছিলেন  পার্টির মহকুমা কমিটির  সম্পাদক    অজিত দাস৷ এছাড়া উপস্থিত ছিলেন  কৃষক সভার  মহকুমা কমিটির  সম্পাদক  শীতল দাস , প্রবীন পার্টি জেলা কমিটির সদস্য  রসময় নাথ এবং  বিভিন্ন গনসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ৷এরপর অনুষ্ঠিত হয় হলসভা৷হল সভায়  সভাপতিত্ব  করেন   বিপুলা নাথ৷ আলোচনা করেন   সুকেশ নাথ  কেন্দ্রীয় কমিটির সদস্য  , এছাড়া  আলোচনা করেন মহকুমা  সম্পাদক    মতিলাল দাস  ও মহকুমা কমিটির  সভাপতি    ভুবনেশ্বর  সিনহা ও জেলা নেতৃত্ব    দুলুদেবনাথ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *