রুদ্রপ্রয়াগ, ১৮ মে (হি.স.): ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা কেদারনাথে। কেদারনাথে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে রুদ্রপ্রয়াগ। কেদারনাথ যাত্রার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী ২ মে, শুক্রবার অবধি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী, চামোলি, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় বজ্রপাত, ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে রুদ্রপ্রয়াগ জেলা প্রশাসন। ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে প্রশাসন। যাবতীয় আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। পরিস্থিতি বেগতিক হলে সাময়িকের জন্য বন্ধও রাখা হতে পারে কেদারনাথ যাত্রা।