ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত বেঙ্গালুরুতে, উপকূলবর্তী জেলায় লাল সতর্কতা

বেঙ্গালুরু, ১৮ মে (হি. স.) : ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। প্রবল বৃষ্টিতে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায় জল জমে যায়, অবিশ্রান্ত বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বেঙ্গালুরুর কটনপেটের বক্সি গার্ডেন, মল্লেশ্বরম এবং বসন্ত নগর প্রভৃতি এলাকা। বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন এমনই আবহাওয়া থাকবে বেঙ্গালুরু-সহ কর্ণাটকে। রাজ্যের উপকূলবর্তী ও পার্বত্য জেলাগুলিতে আবার লাল সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার সকালে হালকা বৃষ্টিতে ঘুম ভেঙেছে বেঙ্গালুরুর, তবে মঙ্গলবার গভীর রাতে বেঙ্গালুরু শহরে টানা বৃষ্টির প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর হাইওয়েতে দুই ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তায় আটকে পরে যানবাহন। বেঙ্গালুরুর আর আর নগরের জনপ্রিয়া লেআউট এবং আরও অনেক এলাকায় ড্রেনের জল প্লাবিত হয়েছে। এদিন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই, রাজ্যের মন্ত্রী আর অশোক এবং মুনীরত্না, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সিটি রবি এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে দক্ষিণ বেঙ্গালুরুর হোসাকেরেহাল্লির কাছে বৃষ্টি প্রভাবিত এলাকা পরিদর্শনে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *