নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): আগুন লাগল দিল্লির রোহিণী আদালতে। বুধবার বেলা এগারোটা নাগাদ রোহিণী আদালতের দ্বিতলে ২১০ নম্বর চেম্বারে (বিচারকদের চেম্বার) আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, বেলা ১১.১০ মিনিট নাগাদ ফোন করে জানানো হয়, রোহিণী আদালতের দ্বিতলে ২১০ নম্বর কোর্টরুমে আগুন লেগেছে। আগুন নেভাতে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়। এই অগ্নিকাণ্ডের পর উত্তর দিল্লি আইনজীবীদের অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানিয়েছে, আদালত চত্বরে নিয়মিত আগুনের ঘটনা মামলাকারী, আইনজীবী এবং বিচারক-সহ আদালতে আসা প্রত্যেকের জন্য ভীতির বিষয়।