Badrinath Yatra : বৃষ্টি থামতেই আবহাওয়ার উন্নতি; ফের শুরু বদ্রীনাথ যাত্রা, স্বস্তি পেলেন আটকে থাকা পুণ্যার্থীরা

চামোলি, ১৭ মে (হি.স.): প্রবল বৃষ্টির কারণে সোমবার রাতে বদ্রীনাথ থেকে পুণ্যার্থীদের আসা-যাওয়া বন্ধ করে দিয়েছিল প্রশাসন। বৃষ্টি থাকতেই আবহাওয়ার উন্নতি হয়েছে, এরপর মঙ্গলবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে বদ্রীনাথ যাত্রা। স্বস্তি পেয়েছেন বদ্রীনাথে আটকে থাকা পুণ্যার্থীরা। চামোলির জেলাশাসক হিমাংশু খুরানা জানিয়েছেন, মঙ্গলবার সকালে বদ্রীনাথ থেকে ১১৫টি গাড়ি নিজেদের গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে, প্রবল বৃষ্টির কারণে সোমবার রাত থেকে গাড়িগুলি আটকে ছিল। সোমবার পিপলকোটি, চামোলি, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ এবং গউচর, গোবিন্দঘাটে তীর্থযাত্রীদের থামানো হয়েছিল।

প্রবল বৃষ্টির কারণে সোমবার হনূমান চট্টির কাছে পাহাড় থেকে গড়িয়ে আসছিল পাথর। তাই বদ্রীনাথ থেকে পুণ্যার্থীদের আসা-যাওয়া বন্ধ করে দিয়েছিল প্রশাসন। সারারাত বদ্রীনাথে আটকে ছিলেন অসংখ্য পুণ্যার্থী। আবহাওয়া উন্নতি হওয়ার পর মঙ্গলবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে বদ্রীনাথ যাত্রা। পুণ্যার্থীদের আসা-যাওয়াতেও অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, মঙ্গলবার উত্তরাখণ্ড প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমগ্র দেশ থেকে চারধাম যাত্রার জন্য আসা তীর্থযাত্রীদের যাত্রা শুরু করার আগে বাধ্যতামূলকভাবে পর্যটন বিভাগের পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া ভ্রমণকারী তীর্থযাত্রীদের ঋষিকেশের পরে যেতে দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *