ভারত-জামাইকা বন্ধুত্ব উদ্যানের উদঘাটন, ক্রিকেট সরঞ্জাম উপহার দিলেন কোবিন্দ

কিংস্টন, ১৭ মে (হি.স.): ভারত-জামাইকা বন্ধুত্বের স্মারক হিসেবে সে দেশে একটি উদ্যানকে জামাইকাবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকালে, জামাইকার কিংস্টনে ভারত-জামাইকা বন্ধুত্ব উদ্যানের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। হোপ বোটানিক্যাল গার্ডেনে একটি চন্দনের চারা রোপণ করেছেন রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ।

ভারত ও জ্যামাইকা-দুই দেশের মধ্যে ক্রিকেট সহযোগিতার প্রতীক হিসাবে জামাইকা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ক্রিকেট সরঞ্জাম উপহার দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই প্রতীকী পুরস্কার গ্রহণ করার পর জামাইকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উইলফোর্ড বিলি হেভেন বলেন, “ব্যক্তিগতভাবে আমার কাছে এবং জামাইকার ক্রিকেট মহলের জন্য একটি গর্বের মুহূর্ত।”