BRAKING NEWS

Congress : ১৭ দফা দাবী আদায়ে গৌরনগর ব্লকে কংগ্রেসের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ প্রবল ঝড় বৃষ্টি উপেক্ষা করে কৈলাশহর জেলা কংগ্রেসের উদ্যোগে ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে গৌরনগর আরডি ব্লকের ভিডিও কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷  মঙ্গলবার দুপুরে কৈলাশহর জেলা কংগ্রেস উদ্যোগে গৌরনগর আর ডি ব্লকের বিডিওর কাছে ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ডেপুটেশন প্রদান করা হয়৷  

ডেপুটেশনের মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো রেগার মজুরি ৩৪০ টাকা করতে হবে,পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমাতে হবে,জীবনদায়ী ঔষধ এর মূল্যবৃদ্ধির রাস করতে হবে,  কৈলাশহর রাঙ্গাউটি টু ডাকবাংলা পর্যন্ত  দ্রুত রাস্তা সংস্কার করতে হবে, টিলাবাজার থেকে বাবুর বাজার রাস্তা সংস্কার করতে হবে, কৈলাশহর টু জেলা হাসপাতাল পর্যন্ত রাস্তা সংস্কার করতে হবে, রাস্তার পাশের অবৈধ দোকান উচ্ছেদ করতে হবে,কৈলাশহর জেলা হাসপাতালের সামনে অবৈধ দোকান উচ্ছেদ করতে হবে কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত গুলির সাথে বিমাতৃসুলভ আচারণ বন্ধ করতে হবে,বিদ্যুতের লোডশেডিং বন্ধ করতে হবে৷ এই সমস্ত দাবি নিয়ে কৈলাশহর জেলা কংগ্রেস বিশাল মিছিল করে গৌরনগর আর ডি ব্লকের বিডিওর  কাছে জমা দেন৷

উল্লেখ্য যে এই ডেপুটেশনের কপি জেলাশাসক মহকুমা শাসক বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হবে৷ এই সমস্ত দাবিগুলি অতিসত্বর পূরণ করা না হলে কৈলাশহর জেলা কংগ্রেস আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে৷ আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন কৈলাশহর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সম্পাদক  রুদ্রেন্দু ভট্টাচার্যী ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অন্যতম সদস্য চন্দ্রশেখর সিনহা উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্পাদক অহিদুজ্জামান উপস্থিত  প্রদেশ কংগ্রেস সভাপতি বীর জিৎ সিনহা, ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্পাদক রেনু মিয়া কৈলাশহর ব্লক কংগ্রেস সভাপতি আশীষ সেনগুপ্ত সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ৷

এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য-সদস্যাগণ৷ আজকের এই ডেপুটেশনে  হাজার হাজার  মানুষের সমাগম লক্ষ করা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *