CBI: কার্তির বাড়ি ও বিভিন্ন ঠিকানায় সিবিআই তল্লাশি, কংগ্রেস নেতার টুইট গুণতে ভুলে গিয়েছি

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): কংগ্রেস নেতা কার্তি চিদম্বরমের বাড়ি, অফিস ও বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালাল সিবিআই। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এই তল্লাশি অভিযান। সিবিআই-এর এই অভিযানের প্রেক্ষিতে টুইট করে কার্তি চিদম্বরম লিখেছেন, “আমি গুণতে ভুলে গিয়েছি। এই নিয়ে কতবার হল, সম্ভবত একটি রেকর্ড।” সূত্রের খবর, প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরমের বাড়ি এবং অফিসেও তল্লাশি চালায় সিবিআই।

মঙ্গলবার সকালে কার্তি চিদম্বরমের মুম্বই, চেন্নাই এবং তামিলনাড়ুর বাড়ি এবং অফিসে যায় সিবিআই। মোট ৯টি ঠিকানায় তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পি চিদম্বরমের পুত্র কার্তির বিরুদ্ধে আর্থিক অনিয়ম সংক্রান্ত নতুন মামলা দায়ের হয়েছে। তার প্রেক্ষিতেই এই তল্লাশি অভিযান। সূত্রের খবর, ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। সিবিআই-এর এই তল্লাশি অভিযানকেই কটাক্ষ করেছেন কার্তি চিদম্বরম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *