Arvind Kejriwal : আমরা দখলের বিরুদ্ধে, কিন্তু বুলডোজার চালানো সহ্য করা হবে না: কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : সরকার বেআইনি দখলের বিরুদ্ধে হলে, বুলডোজার চালানো সহ্য করা হবে না বলে সোমবার “গৃহহীন”দের হয়ে বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি আরও বলেন, আমরা দখলের বিরুদ্ধেও কিন্তু আমরা যেভাবে উচ্ছেদ করা হচ্ছে তার বিরোধিতা করি। তারা (বিজেপি) সমস্ত অননুমোদিত কলোনি, বস্তি ভেঙে ফেলার পরিকল্পনা করছে এবং আংশিক দখলের তালিকা রয়েছে। এতে প্রায় ৬৩ লাখ মানুষ গৃহহীন হবে। এটা সহ্য করা হবে না। দিল্লিকে পরিকল্পিতভাবে সম্প্রসারিত করা হয়নি। শহরের ৮০ শতাংশেরও বেশি অবৈধ, দখলকৃত রয়েছে। তা বলে শহরের ৮০ শতাংশ কি ভেঙে ফেলা হবে বলেও তিনি প্রশ্ন তুলেছেন।

প্রসঙ্গত, গত সপ্তাহের শুরুতে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযানের বিষয়ে চিঠি লিখেছিলেন এবং এই বিষয়ে তাঁর হস্তক্ষেপ চেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *