নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতীয়দের পাশাপাশি সমগ্র বিশ্বে ভগবান বুদ্ধের অনুসারীদের বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুভেচ্ছা-বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, “মানবজাতিকে অহিংসা, সহানুভূতি ও সহনশীলতার পথ দেখিয়েছেন ভগবান বুদ্ধ।”
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এখন বিদেশ সফরে জামাইকাতে রয়েছেন, সেখান থেকেই বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে টুইটে রাষ্ট্রপতি লিখেছেন, “সমস্ত দেশবাসী এবং সমগ্র বিশ্বে ভগবান বুদ্ধের অনুসারীদের বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। মানবজাতিকে অহিংসা, সহানুভূতি ও সহনশীলতার পথ দেখিয়েছেন ভগবান বুদ্ধ। তাঁর শিক্ষা বর্তমানে আরও প্রাসঙ্গিক। আসুন আমরা সবাই ভগবান বুদ্ধের দেখানো পথে চলার সংকল্প করি।”

