ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ মে।। ওয়াকওভার পেল ত্রিপুরা। না খেলে পাঁচ গোল। জাতীয় হকি আসরে ত্রিপুরার ঝুলিতে পয়েন্ট এসেছে। ত্রিপুরা থেকে প্রায় পাঁচ গুন বড় রাজ্য হিমাচল প্রদেশ মাঠে টার্ন আপ করে নি। ফলস্বরূপ ত্রিপুরা ওয়াকওভার পেয়েছে। তিন পয়েন্টের পাশাপাশি পক্ষে পাঁচটি গোল। এই পয়েন্ট প্রাপ্তির সুবাদে ত্রিপুরা গ্রুপ রানার্স হয়েছে। মনিপুরের ইম্ফল খুমান লাম্পাক কমপ্লেক্সে আয়োজিত ১২-তম হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা আজ গ্রুপ লিগের শেষ খেলায় হিমাচল প্রদেশের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল।
ম্যাচ শুরুর আগে দু’দলের কাছেই ম্যাচটি নিয়মরক্ষার বলে প্রতিপন্ন হয়েছিল। কেননা গ্রুপ-জি থেকে ইতিমধ্যে পাঞ্জাব পরপর দুই ম্যাচে যথাক্রমে হিমাচল প্রদেশকে ৫-০ এবং ত্রিপুরাকে ৩০-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র অর্জন করে নিয়েছে। হিমাচল প্রদেশ ও ত্রিপুরা টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে। উপরি পাওনা বলতে এটাই যে ত্রিপুরা আজ ওয়াকওভার হিসেবে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে গ্রুপ রানার্স হয়েছে।