Vedic Brahmin Samaj : বৈদিক ব্রাহ্মণ সমাজের উদ্যোগে উপনয়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ বৈদিক ব্রাহ্মণ সমাজ তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এ বছরও সম্পাদক সুব্রত চক্রবর্তীর নিজ বাসভবনে গরীব ব্রাহ্মণদের ছেলেদের উপনয়ন দেওয়া হয়৷ এক্ষেত্রে তাদের থেকে বা বাজার থেকে কোন চাঁদা সংগ্রহ করা হয়নি বলে সুব্রতবাবু জানিয়েছেন৷ সম্পূর্ন  নিজেদের উদ্যোগে এই উপনয়নের ব্যবস্থা করেন৷

বলাবাহুল্য প্রতিবছর বৈদিক ব্রাহ্মণ সমাজ এর পক্ষ থেকে সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়৷ বৈদিক ব্রাহ্মন সমাজ মহকুমা কমিটির এই ধরনের সামাজিক কাজে এলাকার মানুষজন সন্তোষ ব্যক্ত করেছেন৷ তারা বলেছেন এ ধরনের সামাজিক কাজকর্মের ফলে মানুষের মধ্যে আস্থা বাড়বে৷