Death : ইঁদুর মারার ওষুধ খেয়ে মর্মান্তিক মৃত্যু শিশুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ বক্সনগর এলাকায় নিজ বাড়িতেই পরিবারের লোকজনদের অলক্ষ্যে এক শিশু ইঁদুরের জন্য ঘরে মজুত রাখা বিষ খেয়ে ফেলে৷ তাতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে৷ বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজনর তড়িঘড়ি শিশুটিকে  স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷

স্থানীয় বক্সনগর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গেই আইজিএম হাসপাতালে স্থানান্তর করা হয়৷ শিশুদের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটতে থাকায় আইসিএম হাসপাতাল থেকে শিশুটিকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়৷ মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি৷

মৃত অবুঝ শিশুটির নাম কৌশিক পাল৷ জিবি হাসপাতালে ময়না তদন্তের পর শিশুর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷ শিশুটির মৃত্যুতে মা বাবা ছোট আত্মীয়-পরিজন শোকে পাথর হয়ে গেছেন৷ কারোর শান্তনার বানী তাদের কখনও হৃদয়কে স্পর্শ করছে না৷ সন্তানকে হারিয়ে মা-বাবা উন্মাদ প্রায়৷