কলকাতা, ১৫ মে (হি.স.):ফের আতঙ্ক ফিরল বউবাজারে। মেট্রোর কাজ করতে গিয়ে ফের ফাটল একাধিক বাড়িতে। মেট্রোর কাজ শুরু হতেই বউবাজারের দুর্গাপিটুরি লেনের বেশ কয়েকটি বাড়িতে ফাটল। রবিবার থেকেই ভাঙা হবে ক্ষতিগ্রস্ত বাড়ি।
ফাটল-বিপর্যয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্ত। বউবাজারে হঠাৎ ভিটে হারিয়ে দিশেহারা বাসিন্দারা। চোখে জল এলাকাবাসীর।
২০১৯ – র স্মৃতি ফিরল ২০২২- এ। ২০১৯- এ মেট্রোর টানেল খুঁড়তে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল দুর্গাপিটুরি লেনের
একাধিক বাড়ি । ভিটে হারা হয়েছিল বহু মানুষ । ফের ২০২২- এ একই পরিস্থিতিতে দুর্গাপিটুরি লেনে । মেট্রোর কাজ শুরু হতেই ফাটল একাধিক বাড়িতে । আরও দুটি বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত কেএমডিএর। চোখে জল বাসিন্দাদের। মেট্রোর কাজ করতে গিয়ে বউবাজারে একাধিক বাড়িতে ধস । বউবাজারে ফাটল-বিপর্যয়ের জেরে দুর্গাপিটুরি লেনের দুটি বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।