Press Club : বক্সনগর প্রেস ক্লাবের কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ রবিবার বক্সনগর প্রেস ক্লাবের অস্থায়ী হল ঘরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ সভার শুরুতে বক্সনগর প্রেসক্লাবের সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করে সম্পাদক জয়দল হোসেন প্রতিবেদনের উপর ৪জন প্রতি নিধি গঠন মুলক আলোচনা করেন মোট ১২জন সভ্যর উপস্থিতিতে নতুন প্রেস ক্লাবের কমিটি গঠিত হয়৷

সভাপতি নির্বাচীত হন  প্রভাত ঘোষ সম্পাদক পুনরায় নির্বাচীত জয়দল হোসেন কোষাধ্যক্ষ নির্বাচীত হন এলিয়াজ হোসেন সহ সভাপতি হন মাহফুজের রহমান ও আমিনুর ইসলাম সহ সম্পাদক হন কাউসার আহমেদ এক্সকিউটিব মেম্বার হন মোশাররফ হোসেন জুয়েল উদ্দিন আবু কাউসার সাধারণ সদস্য শরীফ আহমেদ ও তাইফুর রহমান নির্বাচীত হন  এই কমিটি আগামী ৩বছরের জন্য গঠন করা হয়েছে আগামী সপ্তাহে নতুন সদস্যদের ক্লাবে অন্তর্ভুক্ত করা জন্য বৈঠক অনুষ্ঠিত হবে৷ আগামী দিনে রক্ত দান ও স্বাস্থ্য শিবির সহ সামাজিক কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা