Uttar Pradesh Police : জ্ঞানবাপি মসজিদ সমীক্ষার জন্য পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো

বারাণসী, ১৫ মে (হি.স.) : উত্তরপ্রদেশ পুলিশ বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির-জ্ঞানবাপি মসজিদ কমপ্লেক্সের আদালতের নির্দেশিত ভিডিওগ্রাফি সমীক্ষার দ্বিতীয় দিনে রবিবার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করেছে।

মন্দির ও মসজিদে আসা লোকজন যাতে অসুবিধার সম্মুখীন না হয় সে জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বারাণসীর পুলিশ কমিশনার এ সতীশ গণেশ জানিয়েছেন,”কমিশনের সদস্যরা জ্ঞানবাপি মসজিদে প্রবেশ করেছেন এবং জরিপ প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং তীর্থযাত্রীরা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয়, সেদিকেও নজর রাখা হয়েছে।
রবিবার সকাল ৮টায় কড়া নিরাপত্তার মধ্যে দ্বিতীয় দিনের ভিডিওগ্রাফি জরিপ শুরু হয়। আদালত-নিযুক্ত বিশেষ সহকারী কমিশনার অ্যাডভোকেট বিশাল সিং বলেন, “সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে সমীক্ষা চালানো হবে।”

পুলিশ কমপ্লেক্সের কাছে রাস্তাটি ঘেরাও করে রাখে। কমপ্লেক্সের ৫০০ মিটার ব্যাসার্ধের সমস্ত দোকান প্রথম দিনেই বন্ধ ছিল। তবে সকলের জন্য দর্শনের ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সমস্ত রুট খুলে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে কমিশনের একজন সদস্যকে একটি গেট থেকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে এবং ভক্তদের প্রবেশ করানো হচ্ছে।