নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ প্রাতঃভ্রমণে বেরিয়ে নিখোঁজ এক সুকলছাত্রী৷ ঘটনা শনিবার সকাল সাতটা নাগাদ খোয়াই থানাধীন উত্তর দূর্গানগরের দুই নং পুর ওয়ার্ড এলাকার হঠাৎ কলোনী পাড়ায়৷পাড়ার একুশ বছর বয়সের দ্বাদশ শ্রেণীর এক সুকলছাত্রী অন্যান্য দিনের মতো একাই প্রাতঃভ্রমণে বের হয়ে আর বাড়ি ফিরেনি৷বিকেলেও তার দুই তিন জন বান্ধবী ও পরিচিত কয়েকজনের সাথে নাকি মোবাইল ফোনে কথা বলেছে মেয়েটি৷
পুলিশ সংশ্লিষ্ট ফোন নাম্বারগুলো সংগ্রহ করার চেষ্টা করছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে প্রণয়ঘটিত কোন বিষয় এর পেছনে আত্মগোপন করে রয়েছে৷ পুলিশ এ ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছে৷