Fire : আমডাঙ্গায় আমের গুদামে আগুন, মাথায় হাত ব্যবসায়ীদের

বারাসত, ১৫ মে (হি.স.) : উত্তর ২৪ পরগনার আমডাঙায় আমের গুদামে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল লক্ষাধিক টাকার আম। শনিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে জেলার আমডাঙার কামদেবপুর হাটে। আগুনে গুদামে মজুদ থাকা প্রায় সমস্ত আম পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের।

দমকল এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত দুটো নাগাদ আচমকাই গুদামে দাও দাও করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দমকলে খবর দেন। দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে রাতে আগুন লাগায় প্রথমে তা স্থানীয়দের নজরে আসেনি। আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করার পর ফলে টের পান স্থানীয় বাসিন্দারা। কিন্তু, ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। ওই আমের গুদামে প্রতিবছর প্রচুর পরিমাণে আম মজুত থাকে। ব্যবসায়ীদের আশঙ্কা করছেন গুদামে প্রায় লক্ষাধিক টাকার আম ছিল। আগুন লাগার ফলে লক্ষাধিক টাকার আম পুড়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এই ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের।

উল্লেখ্য, এ বছর আমের ফলন রাজ্যে কম হয়েছে। ফলে আমের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। সরকারি সূত্রের খবর প্রতিবছর মে মাসে আমে চেয়ে যায় বাজার। কিন্তু, এখনও সেভাবে আমের দেখা মিলছে না বাজারে। আমের ফলন কম হওয়ার জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়াকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। সরকারি সূত্রের খবর এ বছর প্রায় অর্ধেক আম হয়েছে রাজ্যে। মালদাতেও আমের ফলন হয়েছে অর্ধেক। তবে এদিন গুদামে কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *