Cricket : উদয়পুরে ক্রিকেট : রমেশের আত্মসমর্পন, সহজ জয়ে এগিয়ে কিল্লা বরক সি.সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মে।। বিনা লড়াইয়ে কার্যত আত্মসমর্পন করলো রমেশ কোচিং সেন্টার। একঝঁক অনূর্ধ্ব-‌১৪ ক্রিকেটারদের নিয়ে গড়া রমেশ কোচিং সেন্টারের লক্ষ্য আগামীদিনের জন্য প্রতিভাবান ক্রিকেটার বের করে আনা। সেই লক্ষ্যে এবছর অনূর্ধ্ব-‌১৪ ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে ওই কোচিং সেন্টার। বড়দের সঙ্গে ওই সকল খুদে ক্রিকেটাররা তেমন লড়াই করতে না পারলেও আগামীদিনের জন্য অভিজ্ঞতা বাড়িয়ে নিচ্ছে এমনই শোনা যাচ্ছে। রবিবার জামজুরি স্কুল মাঠে কিল্লা বরক কোচিং সেন্টার ৭ উইকেটে পরাজিত করে রমেশ কোচিং সেন্টারকে। মরশুমে এখনও জযের মুখ দেখতে পারেনি রমেশ কোচিং সেন্টার। এদিন প্রথমে ব্যাট করে মাত্র ৪১ রান করতে সক্ষম হয়। জবাবে ৩ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয় কিল্লা বরক কোচিং সেন্টার। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র ক্রিকেটে।

সকালে টসে জয়লাভ করে রমেশ কোচিং সেন্টারকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান কিল্লা বরক কোচিং সেন্টারের অধিনায়ক অজিৎ জমাতিয়া। কিল্লার বোলারদের সাড়াশি আক্রমণে মাত্কর ২৩.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে রমেশ কোচিং সেন্টার ৪১ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ১৫ রান পায় শ্রীমান অতিরিক্ত খাতে। দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। ৪ জন ব্যাটসম্যান কোনও রান করেনি। কিল্লা বরক কোচিং সেন্টারের পক্ষে দলনায়ক অজিৎ জমাতিয়া (‌৪/‌৬), বঁাহাতি স্পিডস্টার দেবভক্ত জমাতিয়া (‌৩/‌১৪)‌‌ এবং অমৃতা জমাতিয়া (‌২/‌১৬) সফল বোলার।

জবাবে খেলতে নেমে ৪১ বল খেলে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয় কিল্লা বরক কোচিং সেন্টার। দলের পক্ষে আনন্দ দেববর্মা ৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রানে এবং দলনায়ক অজিৎ জমাতিয়া ৮ বল খেলে ৪ রানে অপরাজিত থেকে যান। এছাড়া ব্যাঞ্জামিন জমাতিয়া ১৯ বল খেলে ১টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। রমেশ কোচিং সেন্টারের পক্ষে সাগর দেবনাথ (‌২/‌১১) সফল বোলার।‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *