উদয়পুর, ১৪ মে (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম। শনিবার রাজস্থানের উদয়পুরে আয়োজিত কংগ্রেসের নব সঙ্কল্প চিন্তন শিবিরের দ্বিতীয় দিনে পি চিদম্বরম বলেছেন, ভারতীয় অর্থনীতির অবস্থা অত্যন্ত উদ্বেগের, মন্থর বৃদ্ধির হার বর্তমান সরকারের বৈশিষ্ট্য। মূল্যবৃদ্ধি অপ্রত্যাশিতভাবে বেড়েছে, সরকার পেট্রোল ও ডিজেলের উপর উচ্চ কর চাপিয়ে মূল্যবৃদ্ধিতে ইন্ধন জোগাচ্ছে।”
কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করে পি চিদম্বরম আরও বলেছেন, “বাহ্যিক পরিস্থিতি অর্থনীতিতে চাপ বাড়িয়েছে, সরকার পরিস্থিতি মোকাবেলার উপায় সম্পর্কে অজ্ঞ বলে মনে হচ্ছে। গত ৭7 মাসে ২২ বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে প্রবাহিত হয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইউএসডি ৩৬ বিলিয়ন হ্রাস পেয়েছে।”