ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।। রাহুল হুসেনের ঝড়ো শতরান। পাশাপাশি রাজদ্বীপ দত্ত-র অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতেই জয় পেলো কসমোপলিটন ক্লাব। ৪৯ রানে পরাজিত করলো ব্রু জোয়াইন মথৌ দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। শনিবার বাইখোড়া স্কুল মাঠে হয় ম্যাচটি। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কসমোপলিটন ক্লাব নির্ধারিত ৩৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান করে। দলের পক্ষে রাহুল হুসেন ৯৩ বল খেলে ১৭ টি বাউন্ডারির সাহায্যে ১০৪, রাজদ্বীপ দত্ত ৩২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, জনক রিয়াং ৪০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং সুমিত ত্রিপুরা ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। ব্রু জোয়াইন মথৌ দলের পক্ষে প্রদীপ দেববর্মা (৪/৪৫), ইভান চন্দ্র রিয়াং (৩/৫৯) এবং মার্কিন রিয়াং (২/৩২) সফল বোলার। জবাবে খেলতে নেমে রাজদ্বীপ দত্ত-র (৫/৩৭) বিধ্বংসী বোলিংয়ে ১৭৯ রানে গুটিয়ে যায় ব্রু জোয়াইন মথৌ দল। দলের পক্ষে রামকিশোর রিয়াং ৩৪ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭১, উমেশ রিয়াং ৫১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮,মার্কিন রিয়াং ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং বীতেন্দ্র রিয়াং ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। কসমোপলিটন ক্লাবের পক্ষে রাজদ্বীপ ছাড়া প্রীতম মজুমদার (৩/৪৩) সফল বোলার।
2022-05-14