নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ হাসপাতালের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে৷ ফলে জরুরী চিকিৎসা পরিষেবার দেখতো হওয়ার আশঙ্কা রয়েছে৷ ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট মোকাবেলায় এগিয়ে এসেছে আরক্ষা দফতরের কর্মীরা৷ ধর্মনগরের আরক্ষা দফতরের উদ্যোগে এক দিবসীয় স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে, অতিরিক্ত পুলিশ সুপার জেরেমি ডারলঙ, এসডিপিও সৌম্য দেববর্মা, তাছাড়া ধর্মনগরের ও বাগবাসা থানার ওসিরা৷ উত্তর জেলার সমস্ত পুরুষ ও মহিলা পুলিশদের রক্তচাপ, সুগার সহ বিভিন্ন শারীরবৃত্তীয় উপসর্গগুলি পরিমাপ করা হয়৷ টিএসআর বাহিনী জওয়ানরাও এই শিবিরে যোগদান করে এবং রক্ত দান করে৷ তাছাড়া পুলিশ সুপার ধর্মনগর থানার ভেতরে একটি ক্যান্টিনের শুভ উদ্বোধন করেন৷ চিকিৎসকদের মধ্যেই উপস্থিত ছিলেন ধর্মনগরের মেডিকেল সুপারেন্টেন্ড ডঃ দীপক হালদার, সিনিয়র ডক্টর নিত্য হরি ভৌমিক এবং পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে নিজে ই৷ এই শিবির থেকে ২৫ ইউনিট রক্ত শুক্রবার সংগৃহীত হয়৷ উল্লেখ্য ধর্মনগর ব্লাড ব্যাংকে রক্তের একটা হাহাকার চলছে বর্তমানে৷ তাই এই রক্ত উপকারে আসবে বলে চিকিৎসকরা অভিনয় করেছেন৷ আগামী দিনের এ ধরনের রক্তদান শিবির সংগঠিত করার জন্য বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনের সামাজিক সংগঠনের সহ সকল জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে৷
2022-05-14

