ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।। নবম স্থান পেলো মেট্রিক্স চেস আকাদেমির আরাধ্যা দাস। জাতীয় অনূর্ধ্ব- দাবা প্রতিযোগিতায়। বিশাখাপত্তনমের ভাইজাখে শনিবার ষষ্ঠ দিনে হয় একাদশ তথা শেষ রাউন্ডের খেলা। বালিকা বিভাগে তৃতীয় বাছাই আরাধ্যা দাস এদিন মুখোমুখি হয় আসরের শীর্ষবাছাই দাবাড়ু জম্মু-কাশ্মীরের আলাংকার্তি শর্মার (১৪৫১) বিরুদ্ধে। প্রায় আড়াই ঘন্টার মস্তিস্কের লড়াইয়ে ৮ নম্বর বোর্ডে কালো ঘুটি নিয়ে দুর্দান্ত খেলে হারিয়ে দেয় শীর্ষবাছাই দাবাড়ুকে। ১১ রাউন্ড শেষে আরাধ্যার পয়েন্ট সাড়ে ৭। দুর্দান্ত জয় পেয়ে আসরে নবম স্থান দখল করলো অনুজ দাসের একমাত্র মেয়েটি। এদিকে অনূর্ধ্ব-১০ আসরের পর অনূর্ধ্ব-৮ বিভাগেও ভারত সেরার গৌরব অর্জন করে কর্ণাটকের ছার্বি এ। ১১ রাউন্ডের আসরে সাড়ে ১০ পয়েন্ট পেয়ে ভারত সেরা হয়েছে ছার্বি। এদিকে বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু তথা রাজ্য সেরা রোদ্র মজুমদার শেষ রাউন্ডে জয় পায়। একাদশ রাউন্ডে অন্ধ্রপ্রদেশের অর্জুন কৃষ্ণান সোমাঞ্চির বিরুদ্ধে দুর্দান্ত খেলে জয় পায় রোদ্র। ১১ রাউন্ডে রোদ্র-র পয়েন্ট সাড়ে ৫। সে ৯১তম স্থান দখল করে ১৫১ জন দাবাড়ুর মধ্যে। আরাদ্যার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু, সচিব দীপক সাহা এবং কোষাধ্যক্ষ মিঠু দেবনাথ অভিনন্দন জানিয়েছেন রাজ্যের গর্ব ওই দাবাড়ুকে। আরাধ্যাকে অভিনন্দন জানিয়েছেন মেট্রিক্স চেস আকাদেমির কর্ণধার ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত এবং আগরতলা শাখার কোচ কিরীটী দত্ত।
2022-05-14