কনৌজ, ১৩ মে (হি. স.) : উত্তর প্রদেশের কনৌজে ডাম্পার ট্রাকের চাকায় পিষে মৃত্যু হয়েছে মোটরবাইক আরোহী দুই ভাইয়ের। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে কনৌজের তীরবা বেলা সড়কে। মৃতদের নাম-সুনীল রাজপূত (১৯) ও মোহিত রাজপূত (১৭)। তাঁদের বাড়ি ঔরাইয়া জেলায়। বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন দুই ভাই।
স্টেশন হাউস অফিসার ইন্দ্রগড় কমল ভাটি জানিয়েছেন, দুই ভাই মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। কনৌজের তীরবা বেলা সড়কের ওপর তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে একটি ডাম্পার ট্রাক। ডাম্পারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন দু’জন, পালিয়ে যাওয়ার সময় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মোহিত রাজপুত ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলেন, আর সুনীল রাজপুত দিল্লিতে কর্মরত ছিলেন।