BMS : শাসক দলের দুই সংগঠনের চাঁদাবাজিতে অতিষ্ট সাব্রুমের শিক্ষক কর্মচারীরা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৩ মে৷৷ শাসকদলের দুই গোষ্ঠীর তোলাবাজির দাবাদাবিতে অতিষ্ঠ শিক্ষক কর্মচারী ও শ্রমিকরা৷এমনই এক ঘটনা প্রত্যক্ষ করা গেল সাব্রুম মহকুমা জুড়ে৷ ভারতীয় জনতা পার্টির দুটি কর্মচারী ও শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ ও বিবেকানন্দ বিচার মঞ্চ একে অপরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনে  মেহনতী শ্রমিক সংগঠন ও একাংশ সরকারি কর্মচারীরা৷
জানা যায় আগামী ২২ শে মে  রবিবার সাব্রুম এর দক্ষিণী টাউনহল বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে ভারতীয় মজদুর সংঘের সাব্রুম মহকুমা ভিত্তিক সম্মেলন৷

আর এই সম্মেলনকে হাতিয়ার করে শাসকদলের দুই গোষ্ঠীর ভারতীয় মজদুর সংঘ ও বিবেকানন্দ বিচার মঞ্চ একে অপরের নাম করে চাঁদা সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে৷ আর চাঁদা সংগ্রহের কুপন ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্য কমিটির নির্দেশ অনুসারে নেওয়া হচ্ছে বলে জানা যায় যার মূল্য ধারণ করা হয়েছে ভারতীয় মজদুর সংঘের সম্মেলনকে কেন্দ্র করে ৫০ টাকায় ১০০ টাকা ধার্য করা হয় ডেলিগেশন ফী অনুযায়ী৷ কিন্তু একাংশ বিবেকানন্দ বিচার মঞ্চের সংগঠনের নেতৃত্ব তাদের অবৈধ কামাই বাণিজ্য কায়েম করার জন্য ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে যা নিয়ে এক প্রকার বিভ্রান্ত হয়ে পড়েছে ভারতীয় মজদুর সংঘ সংগঠন৷

ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে জানানো হয় এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে যে যারা এধরনের অপপ্রচার ও তোলাবাজি সঙ্গে যুক্ত হয়েছে অন্য সংগঠনের হয়ে রাজ্য সরকারের ভাবমূর্তি  নষ্ট করার জন্য কর্মচারীদের কাছ থেকে ও শ্রমিক মেহনতি মানুষের কাছ থেকে চাঁদা আদায়  করে নিয়ে৷আগামী দিনে তাদের  বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে তা রাজ্যের মুখ্যমন্ত্রীর গোচরে ও নেওয়া হয়েছে৷ আজ অর্থাৎ ১৩ ই মে সাব্রুম মোটর স্ট্যান্ড এর হল ঘরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেয় ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বরা৷

সূত্রের খবর সাব্রুম এর কর্মচারী সংগঠন বিবেকানন্দ বিচার মঞ্চের এক তহশিলদার ও সাব্রুম এর ইংলিশ মিডিয়াম সুকলের একজন শিক্ষক ও সাব্রুম  মহাকুমার বিবেকানন্দ বিচার মঞ্চের এক বড় মাপের নেতা ও সংগঠনের চাঁদা তোলার নাম করে শ্রমিক মেহনতি মানুষ ও সরকারি কর্মচারীদের ধোঁকা দিয়ে অবৈধ কামাই বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছে৷