সুশাসনকে নিয়ে বিজেপিকে বিঁধলেন সোনিয়া, বললেন ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে দেশে

উদয়পুর, ১৩ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসন নিয়ে খোঁচা দিয়ে সোনিয়া বলেছেন, “সর্বোচ্চ সুশাসন ও নূন্যতম সরকার’ স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী ও তাঁর সহকর্মীরা কী বোঝাতে চাইছেন, তা বেদনাদায়কভাবে পরিষ্কার হয়ে গিয়েছে।”

সোনিয়া আরও বলেছেন, “এর অর্থ হল দেশকে মেরুকরণের দিকে নিয়ে যাওয়া, জনগণকে ক্রমাগত ভয় ও নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে বাধ্য করা, নিষ্ঠুরভাবে লক্ষ্যবস্তু করা এবং সংখ্যালঘুদের নির্মমভাবে শিকার করা, যাঁরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের গণতন্ত্রের সমান নাগরিক।”
রাজস্থানে উদয়পুরে আয়োজিত কংগ্রেসের ‘নব সঙ্কল্প চিন্তন শিবির’-এ সোনিয়া গান্ধী আরও বলেছেন, “দেশ যে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা আমাদের মধ্যে আলোচনা করার সুযোগ প্রদান করবে ‘নব সঙ্কল্প চিন্তন শিবির’। এই শিবির আমাদের সামনে থাকা অনেকগুলি কাজের বিষয়ে চিন্তা করার একটি উপলক্ষও। এটি জাতীয় সমস্যা নিয়ে ‘চিন্তন’ এবং আমাদের দলীয় সংগঠনের অর্থপূর্ণ ‘আত্মচিন্তন’ উভয়ই।”
উদয়পুরে আয়োজিত ‘নব সঙ্কল্প চিন্তন শিবির’-এ সোনিয়া গান্ধী ছাড়াও রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভডরা, মল্লিকার্জুন খাড়গে, আনন্দ শর্মা, অধীর রঞ্জন চৌধুরী, ভুপেশ বাঘেল-সহ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *