নয়াদিল্লি, ১২ মে হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় ১৯০.৮৩-কোটির গণ্ডি অতিক্রম করে ফেলল ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষ ৮৫ হাজার ২৯২ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা (মোট ৪৮২ দিনে) পর্যন্ত ১,৯০,৮৩,৯৬,৭৮৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। দেশে এখনও পর্যন্ত, ৩.১০ কোটিরও বেশি (৩,১০,৯২,২২৭) কিশোর-কিশোরীদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১১ মে সারা দিনে ভারতে ৪,৭১,২৭৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে, যা আগের দিনের তুলনায় কম। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৪,২৪,৫৮,১৬৭-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৭১,২৭৬ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৮২৭ জন।

