Chess : বিশাখাপত্তনমে অনূর্ধ্ব-‌৮ জাতীয় দাবা, অপরাজিত আরাধ্যা সাফল্যের লক্ষ্যে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মে।। দুরন্ত গতিতে এগিয়ে চলছে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু আরাধ্যা দাস। জাতীয় অনূর্ধ্ব-‌৮ দাবা প্রতিযোগিতায়। বিশাখাপত্তনমের ভাইজাখে সোমবার থেকে শুরু হয়েছিলো আসর। বুধবার তৃতীয় দিনে হয় পঞ্চম এবং ষষ্ঠ রাউন্ডের খেলা। বালিকা বিভাগে তৃতীয় বাছাই আরাধ্যা দাস এদিন সকালে পঞ্চম রাউন্ডে তামিলনাড়ুর দ্বাপতারশিরি রবি গনেশের বিরুদ্ধে জয় পাওয়ার পর বিকেলে ষষ্ঠ রাউন্ডে দুর্দান্ত খেলে কর্ণাটকের লিয়া আর জোশেফের সঙ্গে পয়েন্ট ভাগ করে। ৬ রাউন্ড শেষে আরাধ্যার পয়েন্ট ৫।

আজ সকালে সপ্তম রাউন্ডে ১ নম্বর বোর্ডে সদ্য জম্মুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১০ বালিকাদের দাবা প্রতিযোগিতায় ভারত সেরার সম্মান পাওয়া কর্ণাটকের ছার্বি এ-‌র বিরুদ্ধে খেলবে আরাধ্যা। ওই ম্যাচে জয় পেলেই ভারত সেরার দিকে এগিয়ে যাবে ত্রিপুরার আরাধ্যা। এদিকে বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু তথা রাজ্য সেরা রোদ্র মজুমদার সকালে তেলেঙ্গানার আয়ানরাজ কাঠি পিল্লের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করার পর বিকেলে কেরলের দেবনারায়ন নিখিলকে অনেকটা অনায়াসেই পরাজিত করে। ছয় রাউন্ড শেষে রোদ্র-‌র পয়েন্ট সাড়ে ৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *