তেলিয়ামুড়া, ১১ মে : জুয়া বিরোধী অভিযানে গিয়ে বড়সড় সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় পরপর দু-বার অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করা হয়েছে। সঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জান্ডি-মুন্ডা জুয়া খেলার সামগ্রী।
পুলিশ জানিয়েছে, তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় পরপর দু-বার অভিযান চালিয়ে ৭ কুখ্যাত জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা সুকান্ত স্কুল সংলগ্ন এলাকায় জুয়া বিরোধী অভিযানে নেমে জান্ডি-মুন্ডা জুয়া খেলার সামগ্রী সহ হাতেনাতে তিনজনকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে আবারো একই এলাকায় জুয়া বিরোধী অভিযানে নেমে জুয়া খেলার বিপুল পরিমাণের সামগ্রী সহ আরো চার জুয়াড়িকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। অর্থাৎ মোট সাতজনকে এদিন আটক করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় বুধবার সংঘটিত হতে যাচ্ছে এক চড়ক মেলা। আর এই মেলাকে কেন্দ্র করেই চলছে জুয়ার রমরমা আসর। এ বিষয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ জানান, আটককৃত সাতজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে এবং আগামী দিনেও পুলিশের এ ধরনের জুয়া বিরোধী অভিযান জারি থাকবে।