ED: অর্থ তছরুপ মামলা : ঝাড়খণ্ডের আইএএস পূজা সিংহলকে তলব ইডি-র

রাঁচি, ১১ মে (হি.স.): মনরেগা অর্থ তছরুপ মামলায় ঝাড়খণ্ডের আইএএস পূজা সিংহলকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঝাড়খণ্ডের খনির সেক্রেটারি পূজা সিংহলকে বুধবার রাঁচিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। তহবিল আত্মসাৎ এবং অন্যান্য অভিযোগে তদন্তের জন্য তাকে ডাকা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, সিংহলকে গতকালও প্রায় নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

এই মাসের শুরুতে রাঁচির পালস হাসপাতালে ইডি অভিযান চালায়। হাসপাতালের মালিক ঝাড়খণ্ডের খনি ও ভূতত্ত্ব বিভাগের সচিব পূজা সিংহলের ঘনিষ্ঠ আত্মীয়। ঝাড়খণ্ড হাইকোর্টের আইনজীবী রাজীব কুমার তার বিরুদ্ধে ২০২২ সালের ফেব্রুয়ারিতে তহবিল আত্মসাতে ইডি-তে অভিযোগ করেন। এর আগে রবিবার, ইডি পালস হাসপাতালে তল্লাশির বিষয়ে আইএএস পূজা সিংহলের স্বামী অভিষেক ঝাকে জিজ্ঞাসাবাদ করেছিল। পূজা সিংহল খনি ও ভূতত্ত্ব বিভাগের সচিব তথা ঝাড়খন্ড রাজ্য খনিজ উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের (জেএসএমডিসি) ম্যানেজিং ডিরেক্টর।