Fire: মধ্যপ্রদেশে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতির আশঙ্কা

ধার, ১১ মে (হি.স.): মধ্যপ্রদেশের ধার জেলায় ভয়াবহ আগুন লাগল একটি রাসায়নিক কারখানায়। বুধবার ধার জেলার পীথমপুর শহরে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে কারখানাটি। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ইন্দোরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পীথমপুরের সিএসপি তরুণেন্দ্র সিং বাঘেল জানিয়েছেন, বুধবার সেক্টর-২-এ একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। আগুনের লেলিহান শিখায় কারখানার ভিতরে থাকা প্রায় সমস্ত কিছু পুড়ে গিয়েছে। একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রয়াসের পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।