আগরতলা, ১১ মে : গ্রীষ্মের তীব্র দাবদাহ আর বৃষ্টির আগমনের সাথেই রকমারি রসালো ফল রাজ্যের বাজারে ছেয়ে যায় প্রতিবছর। এবারো তার ব্যতিক্রম হয়নি। রাজ্যের বাজারে হাজির বিভিন্ন রসালো ফল। আর গরমের এই রসালো ফলের মধ্যে অন্যতম লিচু এবং আনারস। রাজ্যের বাজারগুলোতে ইতিমধ্যেই আগমন ঘটেছে লিচু এবং আনারসের। তবে, চাহিদার তুলনায় লিচুর ফলন ভাল হওয়ায় সহজলভ্য হবে এই রসালো ফল, ব্যবসায়ীদের বক্তব্যে এমনটাই মনে করা হচ্ছে।
গাছে লিচু পাকা শুরু হয়ে গেছে। গ্রামীণ এলাকায় কচিকাচারা গাছ থেকে লিচু পাড়ায় ব্যস্ত হয়ে পড়েছে। পাপারাৎজিদের ক্যানভাসে এই চিত্র ফুটে উঠেছে। ইতিমধ্যে রাজধানীর বাজার গুলিতে লিচু এসে গেছে। বিক্রেতারা রাজধানীর বাজার গুলিতে লিচু বিক্রির তোড়জোড় শুরু করে দিয়েছেন।
জনৈক বিক্রেতা জানান, প্রায় ১৫ দিন হল লিচু বিক্রি করছেন। এই বছর লিচুর ফলন ভালো হয়েছে। বর্তমানে বড়মুড়া থেকে লিচু এসেছে রাজধানীর বাজারে। কিছুদিন পর থেকে অন্যান্য জায়গা থেকেও লিচু আসবে বলে জানান ব্যবসায়ী। বর্তমানে ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রয় হচ্ছে। তবে বৃষ্টি হওয়ার কারনে সহসাই লিচুর দাম কিছুটা হ্রাস পেতে পারে বলে অভিমত ব্যবসায়ীর।
অপরদিকে লিচুর পাশাপাশী হাঁসফাঁস গরমে আনারসের চাহিদাও যথেষ্ট রয়েছে। তবে চাহিদা অনুযায়ী যোগান অনেকটাই কম বলে জানান ব্যবসায়ীরা। গরমের সুস্বাদু ফলের মধ্যে আনারসও একটি অন্যতম। ইতিমধ্যে রাজধানীর বাজারে আনারস নিয়েও হাজির হয়ে গেছেন বিক্রেতারা। বিভিন্ন স্থানে আনারস নিয়ে পসরা সাজিয়ে বসতে দেখা যাচ্ছে বিক্রেতাদের।এদিন রাজধানীতে এক বিক্রেতা জানান, এই প্রথমবার রাজধানীর বাজারে তিনি আনারস নিয়ে এসেছেন। একটি আনারস ৪০ টাকা করে বিক্রি করা হচ্ছে। তবে আগে বৃষ্টি না হওয়ার ফলে আনারসের ফলন কিছুটা কম হয়েছে বলে দাবি চাষী সহ বিক্রেতাদের। ধীরে ধীরে রাজধানীর বাজারে আনারসের আমদানি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তখন আনারসের দাম কিছুটা হ্রাস পাবে বলে জানান তিনি।

