মুম্বই, ১১ মে (হি.স.): পঞ্জাব, উত্তর ও দিল্লিতে করোনার সংক্ৰমণ দ্রুত বাড়ছে, সংক্ৰমণ বৃদ্ধি নতুন করে দেশে চিন্তা বাড়াচ্ছে করোনার। এমতাবস্থায় মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানালেন, মহারাষ্ট্রে কোভিডের সংখ্যা বাড়ছে ঠিকই, কিন্তু আতঙ্কিত হওয়ার দরকার নেই। কোভিড বিধি মেনে চলা ও সতর্কতা বজায় রাখা একান্ত জরুরি বলে তাঁর অভিমত।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। তিনি বলেছেন, “পঞ্জাব, উত্তর প্রদেশ এবং দিল্লিতে কোভিড সংক্ৰমণ বাড়ছে। আমি সেই সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, সংক্ৰমণ বাড়ছে তবে কেবলমাত্র হালকা লক্ষণ রয়েছে এবং রোগীরা হোম আইসোলেশনে সুস্থ হয়ে উঠছেন। মহারাষ্ট্রে সংক্ৰমণ বাড়ছে ঠিকই, কিন্তু দ্রুত নয়, তাই আতঙ্কিত হওয়ার দরকার নেই।”

